অবিরাম বৃষ্টি নামুক।
জলধারা স্রোতে ভেসে গেলে অনার্য বৃষ্টির বুক!
এমন যে উত্তাল ঢেউ তাকে কেউ নেই কুড়াবার!
ঠিকঠাক এই বোধ বুকে জেগে ওঠে ভোর প্রতিদিন।
ঘুঁটে কুড়ানিও একদিন পেয়ে যাবে প্রিয় উত্তর
সহস্র উদ্যান ভরা কৃষ্ণচূড়ার বৈশাখী প্রস্তাবে-
এ-তো স্বতঃ সত্য।
এত-শত আলোয় টাটায় চোখ!
অনার্য সৌন্দর্য, জন্মত
পূর্বজের করুণার ধারা লালন করেনি কুশলী কুলীন!
এ ভীষণ লজ্জা যুগের।
আছে ধিক্কার পাবার মতো যোগ্য অন্ধ উত্তরসূরি!
ক্ষমা চাইবার আজ আর মুখ নেই, ঋষি।
তার চেয়ে এইবেলা অবিরাম বৃষ্টি নামুক, জ্বর জ্বর
ভেজা চোখে চেয়ে এইবার শকুনির জ্বলুনি কমুক।
2 Comments