শেষবার ভালোবাসার পর, বুকে ব্যাথাটা কমলো-ই না! জবড়জং-কোটটাকে ফুটপাত থেকে কিনে
ঢেকে নিয়ে হৃদয়, দেখো-তো আমিও কেমন
কথা দিয়েই ফেলেছিলাম!
ঢোলা পা’জামার সাথে কুঁচকানো কোটের যে ‘নিবেদন’
তুমি দেখতে পেয়েই হেসে উঠেছিলে, চিনতে পারছো
আমিই সেই ‘ব্যাথা লুকোনো সুবোধ’?
তুমিতো বুঝেছিলে অথচ আমিই-
বুঝতে পারছিলাম না: ‘সদ্য কেনা কোটটায় আমাকে মোটেও মানাচ্ছে না’।
যে তোমাকে নিয়ে গিয়েছিল সে-তো তখন বেশ বুঝেছিল, না?
No Comments