বোধ ফেরিওয়ালাদের মূল্যবোধ
মূল্যবোধ গল্পগুচ্ছ
প্রায় নিয়ম করেই রোজ তিনি পড়ে শোনান।
তিনি মানে, বলছি আমার গুরুর কথা।
আজও শোনাচ্ছিলেন।
যাত্রা হচ্ছে, যাত্রা হচ্ছে, নবাবী বয়ান,
– রে, রে, ‘মীরজাফর’ আজি তোর
হইবে বিচার।
– হুজুর, আমি! আমি ‘মীরজাফর! আমি!
– হ্যাঁ, তুই, নরাধম তুই, তুই-ই করেছিস
আদেশ অমান্য আমার, আমার বাথান
বিয়োগ করে যোগ দিস্ বিরোধীর পালে।
স্পর্ধা, স্পর্ধা, এত্ত বড় স্পর্ধা তোর!
– হুজুর, আজ হতে এ অধম যদি
আপনারই কথা শোনে, আপনাকেই করে
কুর্নিশ, আপনারই গুণ গায়…
– ওরে আয়, আয়, আয়।
‘মোহনলাল’ বুকে আয়।
কতিপয় তারও অধিক মাতুব্বর বিদ্যমান,
অবস্থান আরো উচ্চ মার্গে, মাচায় মাচায়।
– দুষ্ট গরু অপেক্ষা শূন্য এ গোয়াল ভালো।
– ঝে আফোনার খেতি খরিলো
সুযোগ ফাইলে,
ইহার বড় খেতি সে খরিবে।
অতএব সাবধান হইবার ইহাই উট্টম সময়।
– লেও গো ভাই,
ইতিহাসের গাদা গাদা সাক্ষী লেও,
শিক্ষে লেও!
সবশেষে গুরু এসব রিটেইলারদেরকে
বলেছেন,
‘যখন যখন যে যে রকম তত্ত্বের
দরকার হবে,
দরকারমতো লাগসই সাপ্লায়রদের
অবশ্যই জানাবো।
ভিজিটিং কার্ডগুলো রেখে যাবেন প্লিজ।
2 Comments