ব্যাচেলর/ বিবাহিত দুই-ই দুই প্রকার।
জীবনে, ব্যাচেলর/বিবাহিত সকলই রূপক।
ব্যাচেলরদের একপ্রকার তারা এখন নব্য বাল্যকাল
শেষ করে রঙিন চশমায় দুনিয়া দেখছেন।
প্রথম প্রকারের বিবাহিত তারাই
যারা নব্য ব্যাচেলর জীবন শেষ করে কৃতার্থ করেছেন।
দ্বিতীয় প্রকার ব্যাচেলর তারা যারা দীর্ঘকাল
ব্যাচেলর থেকে অভ্যস্ত; এই মুহূর্তে
পৃথিবীর কঠিনতম শুদ্ধতম ব্রতটি পালন করে
সন্ন্যাসী হয়েছেন! বিবাহিতের দ্বিতীয় রকমেরা
কেবল মনে মনে ভাবতে থাকেন কেন যে সংসার!
এহেন সংসারে
পল্ট্রি মুরগি রান্নার রেসিপি খুঁজেছিলাম।
গিন্নী বলেছেন, ‘ডিম, তেলাপিয়া, পাঙ্গাশ,
পল্ট্রি মুরগি এগুলো রান্নার রেসিপি খুঁজে লাভ নেই।
এগুলোর স্বাদ রান্নার উপরে নির্ভর করে না,
নির্ভর করে বাজারের বাজেটের উপর।
বাজেট কমলে স্বাদ বাড়ে।’
এহেন সংসারে ট্রেইলার দেখে মন্দ না ভেবে
জীবিকা সংগ্রামীর জন্য,
জীবনের জন্য সংগ্রামরতের প্রতি শ্রদ্ধা চাই।
স্যালুট কই?
1 Comment