আক্কেল দাঁতের সাথে আক্কেলের সম্পর্ক জানা গেছে।
এ সম্পর্কিত জিজ্ঞাসাবাদে
এলাকার মুরুব্বিরা জানান, সম্পর্কে
আক্কেল দাঁত আক্কেলের চাচাতো ভায়রা হন।
আক্কেলের শ্বশুর আক্কেলদাঁতের শ্বশুরের
আপন ভাই ছিলেন।
লোকমুখে শোনা যায়, শরিকানা বাস্তুভিটা নিয়ে
কাইজ্জ্যা করে আলাদা থাকতে শুরু করেন তারা।
পৃথক হবার পর আক্কেলদাঁতের শ্বশুর যদিও মোড়ের
মুখেই রয়ে গেলেন, আক্কেলের শ্বশুর মোড়ের
মাথায় গিয়ে বাড়ি করলেন।
মেয়েদের বিয়েশাদির পরও শরিকানা শত্রুতার জের
রয়েই গেল।
তাই আক্কেলদাঁত শ্বশুরবাড়িতে উঠলেও
আক্কেল ওঠে না। তবে কদাচিৎ তাদের
দেখা হয় হাটে বাজারে, চায়ের দোকানে।
কিন্তু আক্কেল আক্কেলদাঁতের পূর্বে
শ্বশুরবাড়ি উঠলে লোকে কেন তাকে
আঁতেল অথবা ত্যাঁদড় বলে জানা যায়নি।
No Comments