অনেকগুলো দিন আমি প্রতীক্ষায় থাকব।
হয়তো আমিও ফিরে যেতে চাই
অনেকগুলো দিনের পিছনে!
সময়, তোমাকে
কখনো এগিয়ে কখনো পিছিয়ে যেতে বলি।
একদা রেডিওর নব ক্রমাগণ ঘুরিয়ে
ঠিকঠাক ফ্রিকোয়েন্সি খোঁজা আমি
এখন সময় হাতড়াই। সেখানেই থিতু হতে চাই,
যেখানে তোমার বসবাস।
এছাড়াও দেখুন: শব্দভেদী নীরবতা
No Comments