ভাগ্যিস আমাদের এঁদো গলিটায়
মোটর গাড়ি ঢোকে না,
তা না-হলে কাছা দেয়া লুঙ্গি চোর ভোট চাইতে
পায়ে হেঁটে না এলে,
আমাদের গুরুজনদের সম্মান যে লুটাতো ধুলোয়।
ভালো ভালো পাস দিয়ে এ গলির রত্নরা
এখনও বেকার,
তবু বগল ছাতার ঐতিহ্য ভোলেনি কেউ।
ছাতা ফোটালে এ বাড়ি ও বাড়ির দেয়ালে বাঁধে ছাতা ।
এখনও দু’চারজন চটি জুতো হাতে নিয়ে হাঁটে।
রাস্তার জমাট জলে জুতো ভেজালে
জুতারও তো চর্ম রোগ হতে পারে!
মুচি থেকে মন্ত্রী সকলেরই কুঁজো পিঠ
আমাদের এঁদো গলির সম্মানে!
সকাল থেকে ঝগড়া চলে
এ বাড়ির বউ-ঝি তো ও বাড়ির পরপুরুষেরা,
ওতো রাজসভাতেও হয়।
আমাদের প্যান্টুলুন যেয়ে পরে অন্যের ছাদে।
ও-তো বড় বড় মানুষের অভিযোগও মাঝে মাঝে
যেয়ে পড়ে ভিনদেশি কানে, আমরাও গাল পাড়ি।
এই হলো আমাদের এঁদোগলি,
এই হলো আমাদের বাড়ি।
এছাড়াও দেখুন: লাল নীল গুটি সুতো
No Comments