আমাদের সব কথা লেখা হবে সোনালি পাতায়।
যতোক্ষণ প্রাণ থাকে দেহে– ততোক্ষণের কথা।
যতোক্ষণ বিশ্ব থাকে দেহের অতীত,
যতোক্ষণ মন থেকে মোছা না যায়
বিকেলের পথে দিনের পঙ্কিলতা,
ততোক্ষণ মনের কলমে
লেখা হবে অনাগত বার্তা আমাদের;
তোমার আমার মনে।
তারপর আর কিছু থাকবে না মনে,
আলাদা অস্তিত্ব ভুলে
খুঁজে পাবো নতুন আত্মা আমি।
যেখানে নামহীন পরিণত স্বত্বায়,
সকলের তুমি আমি তখন সকলের।
সেদিন আর ইতিহাস লিখবেনা কেউ,
সেদিন আর বলবে না কেউ– নতুন স্বাক্ষী খোঁজো!
আমাকেই খুঁজে নিও যদি মন চায় সন্ধান।
তোমার ভ্রমর চোখে লুকানো নতুন প্রাণে,
নতুন আলোয় দেখে নিয়ো–
আমাদের নতুন সন্তান।
No Comments