আর যা বলো মা বাঁচতে বলো না
কাক ডাকা এক ভোরে
অন্তরে সাধ জেগেছিলো
হঠাৎ বজ্রপাতে দেখেছিলাম আলো। বলেছিলাম,
‘মা পৃথিবী, তোমায় ভালোবাসি।”
শক্ত পাথর মাথায় রেখে বলেছিলাম মাগো
“ধুলোর চাদর বিছিয়ে আমায় রেখো।”
নীল আকাশের ছামিয়ানায় সবুজ তরু ঢাকো
তুমি আমার লজ্জা ভূষণ হও, মাগো,
তোমার ছেলে সুযোগ পেলে ঝেঁটিয়ে করে বিদায়,
ইচ্ছে করে যারা, ক্ষুধার ভাতে মাটির ধুলো ছিটায়।
আকাশ বলে ওর ভাড়া চা’ক গাছতলা?
তার ঠিকানা পর্যটনে ?
যতোই থাকুক ভ্রমণবিদের বাড়ি।
ভাতের থালা, মাথার ছামিয়ানা
সবই যদি শক্তি করে লুট,
সকল যদি নগ্ন পুচ্ছপুট,
একচোটে দেয় হানা, মাগো নিষেধ করো না…।
আর যাই বলো মা, বাঁচতে বলো না।
আরো পড়ুন: আগুন তোলো
2 Comments