দখিনা দুয়ারে দাঁড়ায়ে আছি,
চোখ মেলে দেখো, আছি কাছাকাছি,
উদ্ধত ক্রোধ পাহারা না দিয়ে
বলে চলি ভালোবাসি, আমি
এই নিয়ে বেঁচে আছি।
যখন যা কিছু প্রয়োজন হয়
আমার হৃদয়ে আয়োজন হয়,
তুমি নিয়ো চেয়ে যা কিছু তোমার চাওয়ার।
আমি দেবার জন্য উদগ্রীব হয়ে আছি।
বাগানের ফুল, প্রেয়সীর চুল
সব কিছু সব কিছু। আমারে নামায় প্রেমে
গোলক ধাঁধায় কেন যে নেমেছি এসে।
ভুল কি করেছি শেষে? তবে
জগতের কেউ হতো না শহীদ ভালোবেসে?
তুমি যদি চাও মেহেদি না নিয়ে
রক্তে রাঙাবে হাত। রাঙাতেই পারো,
বেশ হবে, আমার রক্তে তুমি, রাঙাবে প্রভাত!
আমি ভেবে নেবো, এই হলো ভালো-বাসাবাসি,
এরকম ভালোবাসা বুকে নিয়ে
এখনো দিব্যি বেঁচে আছি।
আরও পড়ুন – >>> সপ্তম হার্ট-অ্যাটাক
No Comments