একটা মন, কেউ দিলো না ধার
বলেছিলাম ফিরিয়ে দেবো মনের বদল মন,
থাকবো হয়ে তোমার কণ্ঠহার।
একলা বসে বকুল তলে বকুল ঝরা দেখি,
একলা একা, একটা কাঠাল চাঁপা, চাঁদকে বলে,
“নামো মাটির পরে, তোমায় নিয়ে, স্বপ্ন-স্বপ্ন খেলি।”
মাঝরাতে এক বাতাস এলো বনে, দুলিয়ে গেলো
অশোক বনের পাতা, বলেছিলো বন্ধু হবো কার?
একটা মন কেউ দিলো না ধার,
জমাট বাঁধা রক্ত হয়ে, কথার পাহাড় বৈরী,
বুকের উপর ঘষে ঘষে রাস্তা হলো তৈরি।
সে পথ দিয়ে কোমল পায়ে হাঁটলো না আর কেউ!
অন্ধকারে অন্ধ মনে হাতড়ে মরি দ্বার,
একটা মন, কেউ দিল না ধার।
আসবো বলে এসেছিলো দশটা ফাঁকা বুলেট
বুকের পাঁজর ঝাঁঝড়া করে বলেছিলো, এলাম,
আমারই নাম স্বপ্ন, তোমায় জানিয়ে দিয়ে গেলাম।
সেই থেকে এক মৃদু আলো জোনাক হয়ে জ্বলে ।
একটা মনের খুব প্রয়োজন, আলো নিভিয়ে দিয়ে যাও,
যতো আলো জ্বেলেছিলে নাও ফিরিয়ে নাও,
বন্ধ ঘরে একলা হয়ে প্রহর করি পার।
হায়! একটা মন কেউ দিলো না ধার।
আরো পড়ুন: ছেলেটা বললো মেয়েটা বললো
No Comments