বিপণন, প্রদত্ত ভাষণ, শর্তাবলি
সেই সাথে প্রাজ্ঞ মতামত এবং
গণ আন্দোলনের জন্য প্রয়োজনীয় যা কিছু–
মনে রাখুন,
‘তীব্র সংবেদন ছাড়া কিছুই উৎপন্ন হয় না।’
যখন তাতে অন্যের প্রতিক্রিয়া যোগ করা হয়
তখনই
পদ্ধতিগণভাবে প্রমাণিত হয়:
কর্মের পিছনে নিষ্কর্মা লোকেরা,
যারা কখনোই কোনো আন্দোলনে যুক্ত নন
তারা
আন্দোলনরতদের তুলনায় আরো বেশি আঁঠালো,
প্রত্যয়ে আরো দৃঢ়, আরো অধিক প্রতিশ্রুতিবদ্ধ। ফুঁ!
এমনটা সত্য নাও হতে পারে।
কখনো কখনো ছাই আগুনকে ধরে রাখে।
নিভে যাওয়া গুড়ো ছাই কখনো তা পারে না।
তাছাড়া
যদি কেউ স্নিগ্ধ হতে জানেন,
যদি তিনি
বিশ্বাসঘাতকদের মধ্যে একজন না হন
তবেই আত্মমুক্তির একান্ত আন্দোলনের ইতিহাসে
বিপ্লব তাকে একাত্মা বলে মানে।
1 Comment