ভাবনাগুলো বন্দী হয়ে আছে,
মুক্তি পেলে মিছিল করবে।
রঙিন প্লাকার্ড আর বর্নালী ফেস্টুন হাতে
মুঠি মুঠি পাকানো মুষ্টি তুলে,
বলবে, বলতে চাই, বলতে চাই,
মনের কথা বলতে চাই।
মুখ বুঁজে আর থাকবো না,
স্বাধীন পথে চলতে চাই।
এমন কি হতে দেয়া যায় ?
জমা ভাবনার সারি,
কবে থেকে বন্দী হয়ে আছে।
আজন্ম পাতকের ভাবনায়,
সেই চোখ, নাক ঠোঁট কপালের টিপ, চুল,
সব মিলে শর্বরী তিলোত্তমা হয়েছে অবশেষে।
এরপরও কি মুক্তি দেয়া যায়?
ভয় হয় পাছে পেশ করি
ভালোবাসার অদ্বিতীয় একদফা দাবি
তোমার করকমল আমার বুকে…।
No Comments