এক বুক কষ্ট নিয়ে ঘুমিয়েছিলো ছেলেটা,
স্বপ্নে স্বপ্নে হয়েছিলো কষ্টের প্রতিফলন।
ঠোঁট দু’টো কেঁপে উঠেছিলো।
থুতনির খোঁচা খোঁচা দাড়ি, কেঁপে উঠেছিলো,
কপাল কুঞ্চিত হয়ে, চক্ষু মুদ্রিত হয়ে,
নিদৃত হৃদয়ে আঘাত করেছিলো নিরব কষ্টস্রোত।
এনেছিলো ঘুমন্ত চোখে পুরুষালী অশ্রু বিশেষ।
খুব বেশি ভালোবাসতে নেই।
খুব বেশি হাসতে নেই।
খুব বেশি আঁকড়ে ধরতে নেই ।
খুব বেশি মনে করতে নেই ।
অফুরন্ত দূরত্বের পথ চলা জীবনের লক্ষ্য যখন হয়–
কাউকেই পাশে পাবো, ভাবতে নেই।
ছেলেটা ভুল করেছিলো, অমার্জনীয় ভুল, ক্ষমার্হ।
এখন করপুটের যুগ গেছে কবরে
এখন পদতলের মাটি মস্তকে ধারণ চলে না,
এখন বিনম্রতায় দুর্বলতা উঁকি দেয়।
কেননা অবিশ্বাস বেঁধেছে বাসা ঘুণ পোকা হয়ে।
এক বুক জমানো অবিশ্বাস এক বই প্রতারণার ইতিহাস নিয়ে,
এক বুক জমানো ঘৃণা আর এক পাতাল অবহেলার বিষে
নীলাম্বর হয়ে, ছেলেটা ঘুমিয়ে ছিলো।
No Comments