ইরার নরম হাত হারিয়ে ফেলেছি।
ইদানীং দিন-রাতে র্দীঘ সময়
খুব বেশী যন্ত্রণা হয়; দাঁতে দাঁত চেপে থাকি!
বলেছিলো ইরা,‘প্রিয় কেউ এলোমেলো চুলে
আদরের বিলি কেটে দিলে, শান্তি মেলে!’
ইদানিং খুব বেশী ব্যথা হলে, ইতস্ততঃ চুল ছিঁড়ি!
ইরার নরম হাত হরিয়ে ফেলেছি।
পকেটে নেই, সিন্দুকে নেই: কোথায় যে রাখলাম…
No Comments