ইরা, তুই নাকি বেশ ঝিনুক হতে জানিস!
স্বপ্ন এঁকে চোখে
তুই নাকি বেশ খোলস ভাঙিস!
দেখিস তোকে ঠিকই খুঁজে নেবে,
নেবেই খুঁজে ধীবর বাতির আলো।
লুকিয়ে রাখা আমার ঝিনুক জীবন
এই আমারই লাগছে না আর ভালো!
এখনো কি একলা ইরা ডুকরে ওঠে রোজ সকালে!
এখনো কি তোর খোলসের মুক্তি আমি?
এখনো কি খোলস ভাঙা মুক্তি খুঁজিস?
বাঁচিস?
তোর জগতে আমার এখন লুকিয়ে যাবার পালা!
ইরা, বুকের ভেতর এমন কেন লাগে?
মুক্তা হয়ে বুকের ভেতর গভীর অনুরাগে
ঝিনুক হবার জ্বালা ভুলিয়ে দিতে পারিস?
এছাড়াও দেখুন: যাযাবর
No Comments