অদেয় কিছু-ই নেই; কিছু নেই না দেবার মতো।
মোহ অথবা প্রেমে, ভেবে অথবা না ভেবে কেবল একটি চুম্বন
সে দেবে না।
প্রথমে নিষেধ, তারপর অনুরোধ, অতঃপর বিদ্রোহ!
এভাবেই রচিত হয় একটি ঠোঁটের পদ্য।
শত শত চুম্বন দিয়ে চুম্বকের মতোই টেনেছি।
থরথর কেঁপেছে হৃদয়, শতবার পেষণ করেছি বুকে,
লজ্জায় লাল হয়ে গেছে দেয়নি তবুও,
বাহু থেকে বুকে উপত্যকায় খাঁজে নেমেছে আঙ্গুল কতবার;
কই প্রতিবাদ করেনিতো।
আশ্চর্য, লক্ষ টাকার তোড়া অক্লেশে দিয়ে দিতে পারে,
আগলে রাখে একটি টাকার কয়েন।
একটিও চুম্বন দেয়নি সে কোনোদিন, দুটি ঠোঁট এগোয়নি
কোনোদিন স্বেচ্ছায়।
অনবদ্য নয়, একপেশে খেলা
তবে কি ঘৃণায় কন্যা?
তথাপিও তুমি; দিলে না উত্তর ।
ঠোঁটকাটা ঠোঁটে, ঠোঁটের পদ্য লেখা হলো না।
এমনই একান্ত কিছু নিজের হতে হয় কাউকেই দিতে নেই ।
আরো পড়ুন: কতদিনের ক্ষুধার্ত দেখেছো তুমি?
No Comments