তুমি আসলে তবেই না যুদ্ধ হবে।
সাহারার ধু-ধু প্রান্তরে
আমাজানের গহীন অরণ্যে
অথবা শীতল এন্টার্টিকায়।
হবে এক আলোচিত দ্বন্দ্বযুদ্ধ।
দেখো, রণ বেশে সাঁজোয়া আমি
বসে আছি তোমার অপেক্ষায়।
তুমি কথা দিয়েছিলে
পরাজয়ের আনন্দ এনে দেবে।
কিছু কিছু যুদ্ধ থাকে হেরে যেতে হয়,
কিছু কিছু মৃত্যু থাকে, শবেই শান্তি,
না মরে বাঁচাতেই ভয়, জীবন অভিশপ্ত।
এলে তুমি শেষ ছন্দের ইচ্ছে পূরণ হবে।
এলে তুমি তবেই না হবে, তোমার বিজয়।
দ্বন্দ্বযুদ্ধে নিমন্ত্রিত তুমি,
নির্বাক দ্বাররুদ্ধ দ্বন্দ্বযুদ্ধ চাই।
No Comments