ক্রমশঃ থিতিয়ে আসছে! ক্রমশঃ সংক্ষিপ্ত লালচে আলো
গেঁথে যাচ্ছে এলডোরাডোয়, গোপন করোটিতে।
কোনো কিছু বলবার অনেক আগেই,
বেশি কিছু বুঝে ওঠবার বেশ কিছু আগেই, একান্তে
ছিঁড়ে দেওয়া সতীচ্ছদ, ওহ্!
জনান্তিকে জোড়া কেন লাগছে না?
(অবশ্যই, এখন আর ওতে কিছু যায় ও আসে না।)
সম্পূর্ণ জীবন মানে খেয়ালীর শখে এক-আধবার
তির ছোড়া কি?
ভোঁতা যে তির, সীমান্তে সে কী ফোঁড়ে?
2 Comments