রোজ সকালে বারান্দায় বসি;
আমার ঠিক সামনেই, প্রতিদিন উড়ে এসে বসে
একটা সোনালী হলুদ আর লাল মেশানো পাখি।
কি নাম তোমার পাখি? গাও আর ওড়ো?
ওড়াউড়ির চূড়ান্ত হলে পাখি, ঘরে ফেরো।
আমার মুগ্ধতা রেখেছি– ওর নয়নে বাঁধা।
ওর জন্য একটা বাগান করেছি:
কখনও গোলাপ কখনও চন্দ্রমল্লিকায় বসবে বলে।
কতোটা যত্নে ও আমার হবে
জানতে চেয়ে, লিখেছি চিঠি; স্বপ্ন দেখেছি মনে মনে।
একদিন দু’দিন– আমি অপেক্ষায় থাকি,
তিনদিন চারদিন–আমি প্রহর গুণি,
অথচ আসে না পাখি সাজানো বাগানে নেমে।
বাগান করেছি মনেও, নিজ হাতে,
পাখিকে বলেছি,’যতো ইচ্ছে ওড়ো’,
আমিও আগের মতোই মুগ্ধ দৃষ্টি নিয়ে দেখে যাবো
স্বপ্নের পসরা।
যদি পাখি বন্ধ করে ডানা, কেবলই আমার হও
আর না ওড়ো, তবে যেন সকলেরই জীবন যায় যায়!
ওড়ো নাহয়, আমার দু’চোখ নেবে খুঁজে
একান্ত আপন প্রভাতে তোমায়…
No Comments