মিনতি খেয়ার সূতিকা আগার,
মিনতি পরাণে ঝাঁ।
মিনতি রসের, মিনতি যশের,
মিনতি উদলা গা।
দানের পিরিতি পহেলা আগুন
পিরিতি বিষম স্নেহ,
পরিতে পরনে সফেদ চাদর;
পিরিতে পরাণে দ্রোহ।
যদিবা আকাশ বিবাদী রোদের
যদিবা মাথায় বাজ,
তবুও বিরহ মাথার মুকুট;
বিরহে তবুও লাজ!
মিনতি, গহনে প্রার্থনা সুর-
মিনতি আকুল তাজ-
ঢেকে মৃত ফুলে, রাবন আগুনে
ডুবে দেখো, মহারাজ!
এছাড়াও দেখুন: কত রূপ ধরো কল্পতরু
No Comments