পৃথিবীগর্ভা ‘মা’-
পৃথিবীর আরাধ্যা ‘সন্তান’ এতিম কীভাবে?
অনন্যা সহোদরা হিমালয় যার,
মাতৃস্নেহ বীজ তার এখনো জীবন্ত।
যার যার ছোট বোন আছে,
মননে কন্যার অমূল্য অঙ্কুর তাদের।
যে জনকের
হৃদয় কন্যার স্নেহে স্নিগ্ধ, কলুষতা ছোঁয় না তাকে।
খাঁ-খাঁ শুকনো পৃথিবী গর্ভে জীবনের ফল্গুধারা,
মরুঝর প্রশান্ত তোমাতেই…
এছাড়াও দেখুন: ভাত কাপড়ের দোকান
No Comments