শোনো,
মন চাইলে রাঙিয়ে নেবো রঙে।
না চাইলে ঢঙ্গি সাদামাটা।
বন্ধ করো বুকের কুলুপ আঁটা।
মনের মাঝে সদর দরজাটা
থাক না খোলা।
ছোট্ট বাসর ঘরে
‘খাওয়ার আগে কিংবা খাওয়ার পরে
কী কী করা উচিৎ’, জেনে নিয়ো।
এরপর চুমু দিতে হলে নিজে এসো,
মশা পাঠিও না।
পত্রমারফত প্রেরিত প্রেম প্রস্তাব
নাকচ করা যেতে পারে।
No Comments