একটি নদের বুকে অর্ধেক মানবের বাঁধা
বাকিটা সঙ্গমে, মানুষের প্রয়োজনে।
আঙিণায় একটি পুরুষ
একজন মহান মনবী, একত্রে পূর্ণতা পাক।
একটি ভ্রুণের মাঝে আগামী শপথ,
একটি শিশুর আলো জোয়ার আনুক,
অমানুষ গোড়ো না তুমি মা,
ভিক্ষায় কর দান একজন ত্রাতা।
আরো পড়ুন: ভালোবাসিনি
No Comments