কেউকেটা কেউ নয়, নয় মনে রাখবার মতো সবিশেষ কেউ–তবু মনে থাকবে।
প্রিয় বন্ধুর প্রাক্তন প্রেমিকা কিংবা অসাধারণ স্নিগ্ধ সুন্দরী বলে নয়,
বাউন্ডুলেটা, বিলাপ করেছিলো বলে।
দীর্ঘদিন ধরে ওদেরকে আমি চিনতাম–বছর বছর ব্যাপী!
মেয়েটাকে তো মানাতো ভালোই– বাউন্ডুলের পাশে।
নদীর পাড়, পার্কের ধার ধরে কতবার হেঁটে গেছে ওরা।
একদিন গল্পে গল্পে জানতে চেয়ছিলাম,
“কি চাও তোমরা ? কি তোমাদের লক্ষ্য–যৌথ ও জীবনের?”
মেয়েটা বলেছিলো, “বাউন্ডুলেটাকে পাওয়া।”
বুকে কখনো ঢেউ দেখিনি মেয়ের!
চোখে কখনো জল দেখিনি মেয়ের!
দীর্ঘ দিন প্রেমের কোনও সুদীর্ঘ চিঠি পায়নি বলে,
বাউন্ডুলেটা, বিলাপ করেছিলো।
টিমিটিমে রাতে মিটমিটে বাতি দেখে
জানতে চেয়েছিলাম, “ও কার বিয়ে…? কার বিয়ে গো ?”
মেয়েটা খুব কেঁদেছিল, বাউন্ডুলেটাও কষ্টে ছিল।
মেয়েটা পরপুরুষের বুকে মাথা রেখে ইদানীং নাকি–খুব কাঁদে!
আরো পড়ুন: তুমি কি কখনো
No Comments