পটলগুলোকে নিয়ে কিছু না বললেই নয়। সচরাচর ওরা যখন রুই জাতীয় মাছের ঝোলে গড়াগড়ি খায়, তখন
পটল আর পটল থাকে না। তার’চে
এই ঢের ভালো: এক কোনায় পড়ে থাকা পটলগুলো দিয়ে পটল ভাজি, তেল পটল অথবা পটলের রসা-ই হোক।
পুনশ্চ:
আলুকে সর্বরোগ বিশষজ্ঞ বলা চলে তবে, পটলকে তাই বা বলা যাচ্ছে কই?
No Comments