রাত্রি বিবস্ত্রা হলে অন্যরকম অনুভূিতর জোয়ার আসবে দেখো।
তমসা হে, বলো “ কবে তুমি বিবস্ত্রা হবে, কবে
আমার ক্যানভাসে–প্রতিজ্ঞা মতে– কবি হয়েও শিল্পীর মতো তোমার বিবস্ত্র ছবি আঁকবো।” জীবনে একবার রাত্রি, একবার শুধু- তোমার শরীর আমি ব্যবচ্ছেদ করে যেতে চাই।
বিধাতা আমার রাশি রাশি পোশাক খুলে দিলেন,
আঁধার ফুরালো না।
বিধাতা আমার রাশি রাশি পোশাক খুলে দিলেও
আঁধার ফুরালো না।
তবে কি রাত্রি তুমিও গান্ধারী হলে শেষে? তবে কি
একছোপ কালো রঙ আমি মেখে নিলাম আরো?
রাত্রি, অবশেষে আমার প্রতিক্ষিত তোমার বিবস্ত্র
সেই ছবিখানি আঁকা হলো। একী!, এতো রাত্রি নয়। তবে কি আমিই এঁকেছি বিবর্ণ এ জীবন আমার! তবে কি
জীবন বিবস্ত্র হলেই রাত্রি নামে?
আরও পড়ুন – >>> জল দেখি ছল দেখি
No Comments