ও মেয়েটা কেঁদেছিল খুব।
অবেলায় অতিথি হলে চড়ুইয়েরও
জোটে না গো দানা। সেই ভয়ে চোখ
বুঁজেই ছিলাম।
সে এখন অন্য আঙিনায়, সে চড়ুই
খেতে পায় রোজ। দিব্যি সে আছে।
ফলন্ত অঘ্রানে না পাওয়া ধানের কষ্টে,
পাখি আর কাঁদে না।
মুছে চোখ ফেলে যাওয়া ডানায়!
সেদিনের সেই ভাত কাপড়ের দোকান
আজো শোকে নীল হয়ে আছে।
এছাড়াও দেখুন: পৃথিবী গর্ভে
No Comments