ভালোবাসা নিষিদ্ধ মাদকের মতো
একবার ভালোবাসলে, কেবলই ইচ্ছে হয়-বারবার ভালোবাসি।
ভালোবাসা চকচকে মোড়কে মোড়া রসালো উপহার যেন
পেলে স্বাদ পেতে ইচ্ছে হয় নষ্টটুকুও।
ভালোবাসা জন্মলগ্নের আর্শীবাদ
অনন্তকাল পিছে লেগে থাকে ছায়ার মতোন;
আন্তরিক আহ্বানে কথাগুলো শোনায় আর শুনতে বলে।
ভালোবাসা আকাঙ্খিত আস্বাদ-
পাওয়ার অপেক্ষায় আজীবন অস্বাক্ষাতেও
আমি খুশি।
ভালোবাসা দ্বিমেরু চুম্বক,
দ্বিমতও নাকি আছে? যদিও আমার নজর কাড়েনি সে।
আরো পড়ুন: জীবনটা ফুরিয়েই এলো
1 Comment