দেখে নাও ঐ দূরে পৃথিবীর মন–
আকাশে লেপ্টে আছে নীল,
নীল শাদা মিলে অপরূপ মাখামাখি চলে।
কালো মেঘ ঢেকে দেয় নীলমণি-মুখ,
দিয়ে যায় বৃষ্টির পূর্বাভাস।
সেখানে জীবন খুঁজে নেয় নীল পাণ্ডুলিপি,
লেখা হতে থাকে,
এক ঝাঁক কাক হয়ে নামে বিন্দু কতক
কালো কালি; ফোঁটা ফোঁটা মেঘ এসে বলে:
দেখো, জীবন এনেছি আমি, এনেছি জলোচ্ছ্বাস।
উচ্ছ্বাসে আবৃত্তি ক’রে কবি নজরুল,
স্বেচ্ছায় কেউ তারে করে না গ্রহণ।
হতে পারে মেঘ কাঙ্খিত–বরষায়,
হতে পারে কালো কালি–শিল্পিত!
তবু মেঘপুঞ্জ, তোমাকে আশ্রয় করে যে দুঃখ নামে,
কেউ কি পেতেছে আসন সাগরের পূবে, পশ্চিমে
অথবা করেছে কামনা,
করেছে কি একমনে আরাধনা– তারই জন্য?
একরাশ নামে নীল, মেখে নিয়ে মিশকালো
দুঃখ নিশান, তখন জীবন বলে, এখানে পূর্ণ আমি।
হাসিও লেপ্টে থাকে
যেমন লেপ্টে থাকে ‘নীল’– ঐ আকাশের গায়।
আরো জানুন: অনেক দিনের পর
No Comments