ভালোবাসাটার দায় পড়ে গেছে
জমে জমে ক্ষীর-টি হবার! ইদানীং বিক্ষোভে
ইট হয়, জবাবেও পাটকেল হয়-
জমে ইট, পাটকেলও জমে; জমে জমে শীলা হয়,
ভালোবাসা ঝরে; ঝরে হয় রক্ত জমাট!
শীত আর গ্রীষ্মের আলাদা হিমালয়!
বায়বীয় ভালোবাসা মনে মনে উষ্মা ছড়ায়।
ভালোবাসাটার দায় পড়ে গেছে
জমে জমে ক্ষীরটি হবার!
পাথুরে এলাকায় ছড়ানো পাথরগুলো,
মরুভূমির তপ্ত ধুলো,
বৃষ্টি কাদামাটি অথবা নদীর গভীরে
গোলানো যে পলি: ভালোবাসা পুরোটাই!
যেখানে যেমন ছড়ায়! প্রমিত প্রেমিক যারা,
তাদের-তো চাওয়া-পাওয়া নেই!
প্রমিত প্রেমিক যারা, তাদের-তো বাছাবাছি নেই!
বলে না কখনো, কাকে কেন ভালোবাসে? গর্জনে
কিংবা হাহাকারে পাতে না-তো কান কারো বুকে!
ভালোবাসা, ভালোবাসা চেনে মুক্তিমুখর বলে।
ভালোবাসার নামে মুখোমুখি বসে…
মুখরোচক চানাচুর-প্রেমিকেরা চিবোয় না কখনোই।
ভালোবাসা কর্পূর শবাগারে সকলেই জানে !
এছাড়াও দেখুন: রঙ কুড়ানোর দলে
No Comments