কোনোরূপ মুখোশ দেখতে আসিনি;
মুখ দেখাও।
শ্যামল-সাদা-কালো, তামাটে অথবা ইষৎ পিঙ্গল,
লজ্জায় রক্তাভ, সুখের গোলাপি আভায় চোবানো,
ভয়ে পাংশু, সাদাটে রক্তশূণ্য:
যে রকম হয় হোক।
কালো অথবা খয়েরী-লাল জরুল,
ছিটেকাটা তিল, কাটাদাগ, মেছতা, শ্বেতী, কুষ্ঠ
অথবা পোড়া-ক্ষত: যা থাকে থাকুক।
কোন মুখোশ স্বরুপতঃ তুমি নও।
আর কতো বলবো আমি, ‘তোমাকেই ভালোবাসি!
আমাকে তোমায় দাও।’
No Comments