যার যার বাঁক ভালো লাগে, নদী অথবা নারীর,
এক নদী বেয়ে আরেক নদীর কাছে পৌঁছে যাও।
নারী কি পারে নদীর কাছে, পৌঁছে দিতে?
নারীও কি পারে?
গভীরতার গল্পে, বয়ে চলার গল্পে,
পঙ্কিলতার গল্পে,
কোথাও স্থির হওয়া মানেই মৃত্যু তো বলা নেই!
ধৈর্য ধরো নদী, শুনবো তোমার গল্প।
আমি একটু, নারীর বুকে ডুবে পূর্ণ হয়ে আসি!
একবার ঠোঁট থেকে বিষ কিনেছিলাম,
এখনো সর্বাঙ্গ নীল হয়ে আছে,
সেই থেকে বিষের নেশা, শান্তিতে দিলো না ঘুমাতে।
একবার আগুন ছুয়েছিলাম,
সেই থেকে দহনে বুঁদ হয়ে আছি,
অতখানি উত্তাপও ভালো লেগে গেছে।
একবার তাকাবার হয়েছিলো সাধ,
একবার ঘ্রাণ মিলেছিলো।
মগ্নতা একবার নাম দিয়েছিলো,
সেই থেকে আর আমি, আমাকে পাইনি ফিরে।
আবদ্ধ আত্মা আমার মোহের প্রাচীরে,
সেই থেকে এখনো।
No Comments