একটু যত্ন করে মাথা রাখো;
মাথা রাখো এ বুকের ঠিক ঠিক বামে ।
ক্রমাগণ শব্দস্রোত বুকে বয়ে চলে নদী;
দেখো, কাঁপছে নদীর বুক নিয়মিত তুচ্ছ স্পন্দনে।
থেমে গেলে এই গান,
তুমি কি তখন বড় একা হয়ে যাবে ?
ধরে নিলাম আমিই আগে যাব।
ধরে নিলাম আমিই যাব আগে…
বলো একাকিত্বে তোমার কষ্ট, নাকি
কষ্টটা তোমার একান্ত আমার চলে যাওয়ায়!
অবশ্যই অতি সূক্ষ্ম কোনো বোধের নিপুণ এ কারুকাজ।
অবশ্যই বিদায় আছে,
অবশ্যই বিধাতা আছেন,
অবশ্যই ক্ষত আছে,
শুধু ভালোবাসা বলে কিছু আছে কিনা
এখনো পারিনি জানতে ।
আমাকে জানতে দাও, আমাকে জানতে দাও-
ফিরিয়ে দাও পহেলা ফাগুন, রাঙা হলুদ, আলতা খোঁপা..
তোমার হাত ফিরিয়ে দাও।
ফিরিয়ে দাও তোমার হাত।
ফিরে পেলে তবেই আমি রঙ কুড়াতে যাব,
ফিরে পেলে তবেই আমি রঙ কুড়ানোর দলে।
এছাড়াও দেখুন: নীলকণ্ঠ হবো
No Comments