আভিধানিক আকাশ সে: অনন্ত, অসীম!
মানছি অমন আকাশ ছুঁতে শিখিনি আমি;
দু’দন্ড আকাশে বসে রুচি নেই সুখের আলাপে।
অভ্যস্ত নই বৈধ প্রিয়তমা ছাড়া আর কারো মুখচুম্বনে।
তোমরা আকাশ ছোঁও; আমি মাটিতে মাটিতে বেশ-
সাধের সুখের কাঁটা জীবনের সবটুকু দিয়ে আমি কিনব না।
বিলাসী রঙিন স্বপ্ন আমি দেবো জলাঞ্জলি, কার তাতে কী?
অচ্ছুৎ বলে অযথা ঠেলো না দূরে;
ঠেলো না শান্তিদূত। বড় বেশি গা জ্বালা করে।
No Comments