মৃত্যু তোমাদের কষ্ট পাবার অধিকার কেড়ে নিল,
নতুবা তোমরাও কষ্ট পেতে পারতে।
একপাল পোষাকি মানুষের ভিড়ে, আসল মানুষগুলোই
এখনো যে নেংটো থেকে গেছে, দেখতে পেতে।
অসভ্য ওদের বের করে দিল সভ্যরা!
অসভ্যের স্মৃতিস্তম্ভ লাগে না।
অসভ্য আর স্মৃতিস্তম্ভে যাবে না।
আজকের স্মৃতিস্তম্ভ ফুল আর জ্বলন্ত মোমবাতি শোভিত,
বড় বেশি দেশপ্রেম যোগায় শহীদের ক্ষনিকের মা,
একদিনের বাবারাও চোখের জল ফেলে!
নেংটো স্মৃতিস্তম্ভ একদিনের ফুলেল পোশাক পরে,
অন্ধ স্মৃতিস্তম্ভ একদিনের আলোয়, দ্যাখে! একদিন
আমাদের বাকি দিনগুলোর দায়িত্ব যারা নিয়েছিলো
তাদের তো চিনলে না মা!
একদিনের প্রশংসা একদিনের স্মরণ সভার আগেই-
যারা মরে গেছে, তারা মরে বেঁচেছে।
এছাড়াও দেখুন: তারপর থেকে এখনও
No Comments