তুই বলেছিলি, “নিপাট ভালো মানুষ ভালোবাসবি, সফেদ কাপড়ে আলো এপাশ-ওপাশ হবে!” এখন! আপন ভুবনে তোর, অন্তত তেত্রিশটা নিখাদ বিবর্ণ ইতিহাস। এখনো কি ভালো মানুষ খুঁজিস? এখনো কি ঠক বাছিস? গাঁ উজাড় হয় না তোর? এক বসন্তে তোর আর ভালো মানুষ পাওয়া হবে না! খোঁজ, খুঁজতে থাক! অসৎ সঙ্গের সর্বনাশটা, অকারণ হতে দিলি না আমার। বুঝেছিস? “ভালোবাসার মতো ভালো মানুষ, সহজলভ্য…