তোমাদের দেয়ালটা একদিন পুরনো হবে, আমিও পুরাতন অতি, পুরনো স্মৃতি, পুরনো নথি, পুরাতন বিবেক, পুরাতন বোধ সব কিছু ফিকে হয় কালে। অতি পুরাতন কোনো দেয়াল তবু তুমি দেখতে তো আসো! পুরনো আমাকে দেখার কেন কেউ নেই? প্রিয় পর্যটক, আমি কেনো তোমাদের পুরনো শকুন। আরও পড়ুন – >>> এইসব ভালোলাগা প্রশান্তির মৃত্যুর মতো