যার যার বাঁক ভালো লাগে, নদী অথবা নারীর, এক নদী বেয়ে আরেক নদীর কাছে পৌঁছে যাও। নারী কি পারে নদীর কাছে, পৌঁছে দিতে? নারীও কি পারে? গভীরতার গল্পে, বয়ে চলার গল্পে, পঙ্কিলতার গল্পে, কোথাও স্থির হওয়া মানেই মৃত্যু তো বলা নেই! ধৈর্য ধরো নদী, শুনবো তোমার গল্প। আমি একটু, নারীর বুকে ডুবে পূর্ণ হয়ে আসি! একবার ঠোঁট থেকে বিষ কিনেছিলাম,…