কি নিখাঁদ, কি নিখুঁত-ভালোই না তুমি!
চুপচাপ-তিরের মতোন ধনুক ফলায় তুমি জুড়ে ছিলে।
একদিন পিতাও: ছুঁড়ে দিলে,
তুমিও চুপচাপ তীব্র বেগে বুকে এসে বিঁধে গেলে!
এর চেয়ে ঢের ভালো পাখি: হতে তুমি পারতে।
এর চেয়ে ঢের বেশি সুকুমারী: তুমিও পারতে হতে।
অথচ, তুমিও ক্লীব-ই হলে।
তুমি তির হলে, বিদ্ধ হলে না!
পাখি হলে, উড়লে না তুমি!
ঊর্ধ্বে অপ্রিয় যে ‘ঊরুভঙ্গ শালিক’: সেও নাকি ওড়ে…
হায়! তুমি শুধু স্বাধীনতা মানে বিবাদ-ই যে বোঝো!
ঊর্ধ্বে অপ্রিয় যে ‘ঊরুভঙ্গ শালিক’: সেও নাকি ওড়ে…
হায়! তুমি শুধু স্বাধীনতা মানে দোষারোপ বোঝো।
অবশেষে সুখী হলো সেও: অঢেল শপিং শেষে
ঠান্ডা ঘরেই আছে আমাদের মোমের পুতুল!
লাশ কাটা ঘরের মতোন শিতল যে আভরণ: ইদানিং
ওটা তার খুব ভালো লাগে!
No Comments