ভেতরে দানব আছে।
হুংকার ছাড়লে
নিজেরই চুলগুলো বেছে ফেলি এক এক করে ।
নিজেকে ভয় পাই, তবু সে থাকে।
নিজের নখর দিয়ে ছিঁড়ে খাই নিজেরই মাংসপিণ্ড,
ছোঁয়া লাগে হিংস্রতায় রোমান্টিকতার।
চোখ দিয়ে আগুন ছোটে, অমৃত জ্বালিয়ে
চাতকের অস্তিত্বে ভেসে ওঠে শকুনির ছায়া।
এমতাবস্থায়
ইন্দ্রিয়ের এলোপাথাড়ি ব্যবহারে এবং
ক্রমাগত অসংগত চলনে অসন্তুষ্ট আমি নিজেই।
আরো পড়ুন: হৃদয়ের মতো বিশাল
1 Comment