কবিতা, ভাগ্যিস তুমি মানুষ নও!
দু’বেলা করে খাঁ খাঁ করে না চৈত্রালি চর।
তুমি বেঁচে গেছো!
অভিযোগ নেই, অপবাদের ভয় নেই।
নিশ্চিত যোগানে, পুষ্ট উদরে বেশ আছো।
আজন্ম বিলাসী তুমি বুকে নিয়ে দুঃখ সাগর
পাথর হয়েছো!
দুঃখ নেবে, আমি দুঃখ ফেরিওয়ালা,
আমায় করো না পর,
ক্রীতদাস মাঙ্গে ভিক্ষায় বিশ্বস্ত অন্তর!
কবিতা তুমি খাতার পাতায় থাকো,
বেড়িয়ে এসো না দ্রোহে, শান্ত হও।
তুমি নিশ্চিন্ত থেকো– তুমি জীবন্ত নও!
No Comments