আপাত অনন্ত সময়ের অজানা সড়কে
সময়ের ছুটে চলা ছবি দেখে,
মূলতঃ একই ছোটগল্প চোখে ভাসে।
আমরা তাকেই কবিতা করে
হৃদয়ে রাখি।
আমাদের চোখ খোলা, মুখ বন্ধ নয়;
আমরা হৃদয়ের কথা বলতে এসেছি।
বিবেক মরেনি, আমাদের হৃদয় পবিত্র,
আমাদের ভাষা তাই শালীন, স্পষ্ট
এবং উচ্চারণও তা-ই, দৃঢ়।
আমরা ভালোবাসার বদলে,
ভালোবাসাই চাইতে এসেছি।
তিনি জানতে চাইলেন, কারা কারা
আছেন আমাদের?
আমরা বললাম সর্বতঃ
আমাদেরকে ভালোবাসার জন্য,
আমাদের,
একমাত্র
তিঁনিই আছেন।
ভালোবাসা বিতরণের মহাযজ্ঞে
পুরোহিতের কাজ
সেতুবন্ধন।
মূলত ‘অন্যের’, ‘তাঁর’ এরকম কিছুই
হয় না।
মূলত ‘আমরা’ বলে আলাদা কিছুর
স্বতন্ত্র কোনো অস্তিত্বই নেই।
মূলতঃ কেবল তিঁনিই আছেন।
আরও পড়ুন – >>> এইক্ষণে সন্ন্যাসী হবো
1 Comment