চলো একটু বসি,
বাতাস দরকার, কিছুটা মৃদুমন্দ যদি হয়- সেই ভালো,
ধুঁক চলা জীবন জ্বলছে তো জ্বলছেই।
এবার ভাঁজ করে কড়কড়ে রোদে শুকোই এসো!
চল একটু হাঁটি।
পা গলিয়ে পাজামার মতো করে এসো জীবনকে পড়ে নিই,
চলতে চলতে পথে ছায়াটুকু মিলবে যখন, তখন নাহয়
একটু জিরিয়ে নেব।
বলো কিছু কথা
এ জীবনে কথা নেই তো ব্যথা নেই,
ব্যথা নেই তো আশা নেই, আশা নেই তো জীবন
সে তো থেকেও নেই।
অতএব তোমায় বলতে হবে, পরে আমিও না হয় বলে
বলাবলির খেলা সাঙ্গ করে দেবো।
কিছু পতিশ্রুতিই নাহয় দাও,
দু’হাত পেতে আছি বলেই ভিক্ষুক ভেবো না অযথা।
এ করপুট সে করপুট নয়।
বললেই হলো যাও, দেবো না!
তোমাকে দিতেই হবে জীবন এঁকেছি যে
নইলে যে সাঙ্গ জীবন,
বদলে তুমি কি চাও তাই বল!
1 Comment