তুমি কি এখনো পানসি বাও, উত্তাল যৌবন মেখে গায়
হেঁটে যেতে থাকো পূর্ণিমা জোৎস্নায়, আগের মতো।
এখনও স্বপ্ন আঁকো চোখের তারায়।
ভাবো, কোন প্রেমিক সংবর্ধনায় তুমিই প্রধান অতিথি,
তুমিই মধ্যমণি অনেকের পানসে জীবনে।
তুমি কি রসিক-ই আছো নাকি
হয়ে গেছো শেষ ধুঁকে ধুঁকে?
কখনও দেখেছো কি সাকির পেয়ালায় যৌবন ক্ষত?
জীবন কি চলে সরলরেখায় রোমাঞ্চে ভর করে,
দিন কি যায় সুন্দরীর বক্ষে নরম বিছানা লগ্নী হয়ে?
ভাবো কি তোমার জন্য প্রতীক্ষায় আছে এখনো কেউ,
রসোত্তীর্ণ চুম্বন সাজিয়ে!
তবে তুমি বেশ আছো, ঘোলা চোখে,
কুঁচকানো চামড়ায় ফিরিয়ে আনো দেখি বৃদ্ধ,
যুবক যুবক সেই সময়!
এখনও রূপসীর বক্ষ আছে,
এখনও রূপসীর নিতম্ব আছে,
সাকিরা আছে, পেয়ালায় এখনও ভাসে লাল সুরা…।
তুমি কেন বারবার আকাশে তাকাও?
পেয়ালা ভরা রক্ত লাল অসুখ কেন তোমার বুকে?
তুমি কামুক, লোভী, লোলুপ হতে ভয় পাও ইদানীং!
এসকল প্রশ্নের বিপরীতে তুমি বললে,
বেয়ারা উছ্কো বাহার নিকলাউ।
আরো পড়ুন: শ্বেতাঙ্গীর চোখে জল
No Comments