ব্যস্ততম মধ্যরাতে নগরীর ব্যস্ততম নারী
মেতে ওঠে ফুল-শয্যায়,
বসন্ত বাহকের চাপে পিষ্ট সুখ
ক্রমে ক্রমে বিষাদ হয়ে ওঠে চাপা উত্তেজনায়।
গিরিখাদের সৌন্দর্য আর শিল্পিত পথ
উৎপাতে, যাতনায় খুঁজে নেয় আনন্দ বিশেষ।
আলিঙ্গনে আবদ্ধ পাখি খুঁজে নেয় নতুন আশ্রয়।
শূলবিদ্ধ দু’জন
মহাসুখে কামনার ঝরনা ঝরায়।
আলো নেই, অন্ধকার, সীমান্তে কেউ কেউ
প্রকাশ্যে কামদেবতার বাজায় কলিংবেল–
এই নিঝুম অথচ ব্যস্ততম মধ্যরাতে।
আরো পড়ুন: সময় চাই না তোমাকে চাই
No Comments