এরকম মধ্যরাতে,
যদিও চেতনায় মিশে গেছি তোমার ঠোঁটের কোণে,
মোনালিসা-হাসি কেন তবু আমাকে ভাবায়?
নির্জন এই চরাচরে তুমি যেন প্রাণী একমাত্র ।
প্রেয়সী ও বাস্তব; আঁকা ছবি নয়।
তবুও
ঠোঁটের হাসি, এতোখানি– দুর্বোধ্য কেন?
কেন মনে চৈত্রের ক্ষরা, বর্ষা প্লাবন?
সব কিছু ছেড়ে-ছুঁড়ে এক ফালি হাসি কেন
মরীচিকা;
সান্নিধ্য– যতোই নিকট হোক,
যতোই নিরবচ্ছিন্ন হও তুমি;
অবশ্যই, সুখী মধ্যরাত যোজন যোজন দূরে।
আরো পড়ুন: গ্রীষ্মের খরতাপে
1 Comment