না জেতা মেডেল, না বাঁধা জুতোর ফিতে
কিংবা টাইয়ের নট-
এলোমেলো। সোহাগ বকেছে তাকে?
অবশেষে ক্লান্ত দেহ-মন।
বলেছ কি তাকে, ‘ও আমার এলানো পাথর,
ঘুমাও।’
কেন তার সকাল হচ্ছে না?
কেনইবা ও সকাল সকলের নয়?
কখনো কি হয়েছিল অকালে সকাল?
কিলবিলে কৃমিকীট, জোঁক সেও শুষেছিল,
কি এমন পাঁক যাতে-
ডুবে যেতে যেতে শুভবোধ ব্যথা পেয়ে
উবে গেল? ছিল অপমান, অপবাদ,
দীর্ঘায়ু শোক?
ক্রমশই গাঢ় থেকে গাঢ়তর রাতের আঁধারে
ডুবে গেল যুবা; ডুবে গেল অবজ্ঞায়
অকালে সকাল পেল না তবু?
জীবনে প্রথমবার-
শত শত বিঘা, এক দাগে- কিনবেন বলে, আমাদের
মাইকেল হাঁটছেন! মাইকেল হাঁটতেই নেমেছেন।
তাকে আজ ডেকেছেন লুনার অ্যাম্বাসি!
পারলে ফেরাও তাকে। ভুষ-ির মাঠে-
সূর্যাস্তের আগে আজ তাকে ফিরতেই হবে!
অপেক্ষার এ সকাল দ্রুত পায় আসে না,
ও সকাল, তুমি আরো কত বেশি শ্লথ হতে পারো,
বিবাগীর জানা ছিল না! রাখবে কি দুই হাত
বিবাগী মাথায়!
সে যে আজ ক্লান্ত বড়।
এমন সকালে যদি না আসে ফিরে।
এমন সকাল যদি ভাসে পদ্মায়,
তখনো কি ফেরাবে না তাকে?
এছাড়াও দেখুন: ফাঁসি
No Comments