রাস্তায় যেতে যেতে মিছিলে আটকে গেলাম।
এ মিছিল বিজয় মিছিল নয়,
দাবি আদায়ের নয়,
শোভাযাত্রাও নয়।
মিছিলের শ্লোগান প্রতিবাদের নয়,
বিক্ষোভেরও নয়।
মিছিলের শ্লোগান ঘরে ঘরে পৌঁছে দিতেও হচ্ছে না;
জানা হয়ে যাচ্ছে।
নীরবে ঘুমানো এই মৃতের মিছিলে-
“আপনি এখন যাচ্ছেন; একটু পরে আসছি আমিও ।”
No Comments