বটগাছটার তলায় কখন যে ওরা দাঁড়ালো
জংলী মানুষ সেজে, পাঁজর ছুয়ে হাতে!
পেঁচিয়ে ধরে বটগাছটার ঝুড়ি দোলনা দোলার সময়
বয়স যখন পেছন দিকে হাঁটে,
হাটে, মাঠে, ঘাটে পিটিয়ে দিলাম ঢেঁড়া
শোন, বটের ঝুড়ির কোলে দোল খাবে আজ শিশু।”
আমরা এখন চোখ বুঁজলেই বাঁচি,
পেঁচানো শেষ সকল গুটি সুতো।
থাকবি তোরা লাল নীলেরা
এ যে আমার ছুটি নেবার ছুঁতো।
ও ভাই বট তুমিও যেন আমার দেখাদেখি
মিছেমিছি দল ছুটদের সঙ্গে যেয়ো না।
তোমার ছায়ায় ছুটোছুটি বন্ধ করো না।
আমি গেলেও থাকবে তুমি–আমার সান্ত্বনা।
তখন তুমি তাকিয়ে নাহয় দেখো!
যেদিন গেছে হয়তো সেদিন বুঝতে পারিনি,
মাটি-হাওয়ায় মিশেও আমি শেঁকড় ছাড়িনি।
এছাড়াও দেখুন: স্মৃতিস্তম্ভে একদিন
No Comments